রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
এইচ.এম হেলাল: বরিশালে গুলিসহ ভাতিজাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁদে পড়েছেন চাচা সিদ্দিক। পুলিশের বিচক্ষণতায় রক্ষা পেয়েছে ভাতিজা। ঘটনায় নায়ক নগরীর এয়ারপোর্ট থানাধীন দক্ষিণ বাঘিয়া এলাকার বাসিন্দা মৃত সোবাহান হাওলাদারের পুত্র সাবেক সেনা ও আনসার সদস্য সিদ্দিকুর রহমান (৫৫) কে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ বাঘিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১০ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রােপলিটন এয়ারপোর্ট থানার ইন্সপেক্টর (তদন্ত) লোকমান হোসেন জানান, দক্ষিণ বাঘিয়া এলাকার বাসিন্দা মৃত জাহাঙ্গীর আলমের পুত্র জহিরুল ইসলাম হিমুর সাথে জমিজমা বিরোধের জের ধরে চাচা সিদ্দিকুর রহমান হিমুর মালিকানাধীন ভাড়াটিয়া আল-আমিনের দোকানের ফ্রিজের উপর গুলি রেখে ভাতিজা হিমুকে ফাঁসাতে ৯৯৯-এ ফোন দেন সিদ্দিক।
রাত ৯ টা ৪০ মিনিটে ফোন পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে কয়েক ঘন্টা তল্লাশী শেষে রাত আড়াইটার দিকে আল-আমিন ভ্যারাইটিজ স্টোর এর ফ্রিজের উপর থেকে ১০ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। তবে গুলির বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর মূল হোতা সাবেক সেনা ও আনসার সদস্য সিদ্দিককে আটক করা হয়। আটককৃত সিদ্দিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ধারণা করা হচ্ছে সিদ্দিক আনসার বাহিনীতে থাকাকালীন সময়ে এই গুলিগুলো তিনি জমিয়েছিলেন।
স্থানীয়রা জানান, আটককৃত সিদ্দিকের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল হিমুর। যার জের ধরে ভাতিজা হিমুকে ফাঁসাতে গুলি রেখে চাচা সিদ্দিক নিজেই ৯৯৯-এ ফোন দেন। তবে পুলিশের বিচক্ষণতায় গুলির রহস্য উদঘাটিত হয় এবং চাচা সিদ্দিক নিজেই ফেঁসে যান।
তারা জানান, আটককৃত সিদ্দিক ৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে আসেন। পরে তিনি বাংলাদেশ আনসার ভিডিপিতে কমান্ডার হিসেবে যোগ দেন।
Leave a Reply