শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ॥ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা ও অন্তর্ভুক্তিমূলক চক্ষু স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বরিশালের কারিতাস জোনাল অফিসে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি) এর বার্ষিক কার্যক্রম পরিকল্পনা প্রণয়ন এবং নতুন ওপিডি প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে বক্তব্য রাখেন- প্রকল্প ব্যবস্থাপক মো. সোলায়মান কবির, মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার জান্নাতুল ফেরদৌসি, ইনক্লুশন ও ক্যাপাসিটি বিল্ডিং অফিসার সজীব নাথ, ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার মো. মামুন খান। তারা বলেন- এই কর্মশালা ওপিডি সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে। নতুন গঠিত ওপিডি প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক চক্ষু স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কার্যক্রম আরও বেগবান হবে।
তারা আরো বলেন, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হল- অন্তর্ভুক্তিমূলক চক্ষু সেবা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করা হয়। ওপিডি সদস্যদের কার্যক্রম ও দায়িত্ব হল- ওপিডি সদস্যদের কীভাবে কার্যকরীভাবে কাজ করতে হবে এবং তারা কীভাবে নীতি-নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আলোচনা করা হয়। কমিউনিটি সচেতনতা বৃদ্ধি- স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে ওপিডি কমিটির ভূমিকা নিয়ে আলোচনা হয় এবং কিভাবে প্রতিবন্ধীদের অধিকার ও স্বাস্থ্যসেবার জন্য জনসচেতনতা তৈরি করা যায়, তা নিয়ে মতবিনিময় করা হয়।
বাজেট ও আর্থিক স্বচ্ছতা- ওপিডি পরিচালনার জন্য আর্থিক ব্যবস্থাপনা, প্রকল্পের জন্য বরাদ্দকৃত তহবিলের যথাযথ ব্যবহার, ব্যয়ের স্বচ্ছতা বজায় রাখা এবং বিল ভাউচার প্রস্তুতি সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করা হয়। যৌন হয়রানি ও নির্যাতন প্রতিরোধ (পিএসইএ)- যৌন হয়রানি, শোষণ ও নির্যাতন প্রতিরোধে করণীয় এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরির কৌশল নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা কীভাবে নির্যাতনের শিকার হলে অভিযোগ জানাতে পারেন, সে সম্পর্কেও দিকনির্দেশনা পান।
এ কর্মশালায় অংশ নেন বরিশাল সদর, বানারীপাড়া ও বাকেরগঞ্জ ওপিডি কমিটির সদস্যরা, অন্তর্ভুক্তিমূলক চক্ষু সেবা প্রকল্পের স্টাফ এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা। কর্মশালার মূল লক্ষ্য ছিল- ওপিডি সদস্যদের সক্ষমতা বৃদ্ধি করা, তাদের নেতৃত্বদানের দক্ষতা বাড়ানো এবং সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
এই কর্মশালার মাধ্যমে বরিশালের তিনটি ওপিডি কমিটির প্রতিনিধিদের নিয়ে ১৫ সদস্যের একটি নতুন ওপিডি প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। এই প্ল্যাটফর্মটি বিশেষভাবে অন্তর্ভুক্তিমূলক চক্ষু স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। নতুন ওপিডি প্ল্যাটফর্মের সদস্যরা হলেন- বরিশাল সদরে মো. ইমরান হোসেন, ঝুমা আক্তার, মনি আক্তার, ধীমন হালদার, প্রজ্ঞা বিশ্বাস জেনিথ, বাকেরগঞ্জে মো. মানিক হাওলাদার, মীরা দেবনাথ, মো. সুলতান আহমেদ আকন, রুমনা আক্তার, লাইজু বেগম, বানারীপাড়ায় সেকান্দার আলী, মো. রেজাউল ইসলাম, রোজিনা আক্তার, লিমা আক্তার ও শিরিন আক্তার মনি।
কর্মশালায় অংশগ্রহণকারীরা ভবিষ্যৎ পরিকল্পনা ও সিদ্ধান্ত সিদ্ধান্ত নেন- প্রতিটি ওপিডি কমিটি একটি মাসিক কার্যক্রম পরিকল্পনা প্রণয়ন করবে। ওপিডি কমিটির জন্য একটি নির্দিষ্ট বাজেট কাঠামো তৈরি করা হবে। ওপিডি সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করা হবে। সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
Leave a Reply