সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে বৃদ্ধাসহ ২জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রনপ্রিয় দাস (৬৫) করোনায় এবং হোসেন আলী (৭০) করোনা উপসর্গে মারা গেছেন। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, বৃহস্পতিবার বিকেল ৫টায় মারা যান করোনায় আক্রান্ত রনপ্রিয় দাস।
তিনি নগরীর বিএম কলেজ রোড এলাকার বমনী রঞ্জন দাসের স্ত্রী। ১৩ জুলাই দুপুর সাড়ে ১২টায় করোনার উপসর্গ নিয়ে তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করেন স্বজনরা। পরবর্তীতে তার নমুনা পরীক্ষা করা হলে তা পজিটিভ আসে।
একইদিন বিকেল ৪টা ৪৫মিনিটে মারা যান বৃদ্ধ হোসেন আলী। তিনি বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুরের বাসিন্দা মৃত মোতালেব মৃধার ছেলে। তাকে ১৪ জুলাই দুপুর সাড়ে ১২টায় করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
করোনা ওয়ার্ডে এ পর্যন্ত ১৩৯ জন রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে পজিটিভ ৫৩ জন। নেগেটিভ ৮২ জন। রিপোর্টের অপেক্ষায় রয়েছেন ৪ জন।
Leave a Reply