সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও ৩ রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে এই ৩ জন মারা গেছেন।
বিষয়টি হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে গত ২৮ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০৪ জন রোগীর মৃত্যু হল। এর মধ্যে কোভিড-১৯ পজিটিভ ছিলেন ৩৭ জন।
হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগরের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান। তিনি গত ১৩ জুন সকালে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।
একই দিন সন্ধ্যা সোয়া ৭টায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার এক বৃদ্ধ (৭০) কোভিড-১৯-এর উপসর্গ নিয়ে মারা যান। তিনি সন্ধ্যায় কোভিড-১৯-এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পরপরই মারা যান।
এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে পটুয়াখালী সদরের এক নারী (৫৫) করোনা ওয়ার্ডে মারা যান। তিনি গতকাল বেলা ৩টা ৫০ মিনিটে উপসর্গ নিয়ে এ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন জানান, মারা যাওয়া ব্যক্তিদের দু’জনের নমুনা সংগ্রহ করে আগেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে (ল্যাব) পাঠানো হয়েছে। বাকি দু’জনের নমুনা মৃত্যুর পরে সংগ্রহ করে পাঠানো হয়।
Leave a Reply