বরিশালে ইলিশ ধরায় ২৮৭ জেলেকে কারাদণ্ড Latest Update News of Bangladesh

সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




বরিশালে ইলিশ ধরায় ২৮৭ জেলেকে কারাদণ্ড

বরিশালে ইলিশ ধরায় ২৮৭ জেলেকে কারাদণ্ড




নিজস্ব প্রতিবেদক ॥ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে চলমান অভিযানে গত ১২ দিনে ২৮৭ জন জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ১৬ লাখ ৬৭ হাজার ১শত টাকা জরিমানা আদায় করা হয়।

বিভাগীয় মৎস্য অফিসের সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর থেকে ২৪ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে মোট ১ হাজার ৫৩৯টি অভিযান পরিচালিত হয়েছে, যার মধ্যে ৪৪২টি মোবাইল কোর্ট কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। এছাড়া ৫১৪টি মামলা রুজু করা হয়েছে।

এই সময়ে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বরিশাল বিভাগের ৬টি জেলার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, মাছঘাট, আড়ত ও বাজারে নিয়মিত পরিদর্শন চালান। তারা ৩০৩ বার মৎস্য অবতরণ কেন্দ্র, ২ হাজার ২১১ বার মাছঘাট, ৪ হাজার ১০৪ বার আড়ত এবং ২ হাজার ৪২৯ বার বাজার পরিদর্শন করেন।

গেল দুই দিনের অভিযানে মোট ১১ হাজার ৭১৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এর পাশাপাশি ১২ কোটি ৪৩ লাখ ৬১ হাজার ৬শত টাকা মূল্যের ৬৯ লাখ শত মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দ হওয়া নৌকা ও অন্যান্য সরঞ্জাম নিলামে বিক্রি করে ২ লাখ ৩২ হাজার ১শত টাকা আয় করা হয়েছে।

মৎস্য বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকবে।

এদিকে, বরিশাল বিভাগের ৬ জেলার ৩ হাজার ১৯৯ জন জেলেকে ৭ হাজার ৯শ ৯৬ মেট্রিকটন চাল বিতরণ করার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সরকারের লক্ষ্যে অসহায় জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD