রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ গত ৪৮ ঘন্টায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন করোনা রোগী মারা গিয়েছেন। তারা হলেন- বরগুনা সদর উপজেলা সদর ইউনিয়নের ঢ্লুয়া গ্রামের আহসান হাবিব দিপু (৫৬), গৌরীচন্না গ্রামের হারুন খান (৫২), নলী এলাকার গৃহবধু নুপুর (২৫) ও চরকলোনী এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুস সোবহান (৭০)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে নলী এলাকার গৃহবধু নুপুর বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হলে গভীর রাতেই মৃত্যুবরণ করেন। চরকলোনী এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুস সোবহান ২১ এপ্রিল করোনা পজিটিভ নিয়ে হাসপাতালে ভর্তি হন। গতকাল সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় হারুন খান (৫২) মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে তিনি মৃত্যুবরণ করেন। আজ সকাল ১০টার দিকে বরগুনা সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের আক্রান্ত অবস্থায় বরগুনা সদর উপজেলা সদর ইউনিয়নের ঢ্লুয়া গ্রামের আহসান হাবিব দিপু (৫৬) মৃত্যুবরণ করেন।
বরগুনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এযাবত বরগুনা জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ১২১০ জন। যার মধ্যে পুরুষ ৮৮৮ জন এবং মহিলা ৩২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৯৫ জন। মারা গেছেন ৩০ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮৬ জন।
Leave a Reply