রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন নারী, একজন পুরুষ। একই সময়ে জেলায় নতুন করে ৩১জনের করোনা শনাক্ত হয়েছে।
বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে। করোনায় মৃত্যুবরণকারীরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারা হলেন বগুড়া চেলোপাড়া এলাকার শাকিলা খাতুন (৫৭), সিরাজগঞ্জের আব্দুস সোবহান (৭১) এবং নওগাঁর দিলরুবা (৬৫)।
জানা গেছে, বগুড়ায় গত ২৪ ঘন্টায় সরকারি ও বেসরকারি পিসিআর ল্যাব থেকে ২৭৭ জনের নমুনার ফলাফল পাওয়া যায়। তাদের মধ্যে নতুন করে ৩১জনের নমুনায় করোনার উপস্থিতি ধরা পড়েছে। আক্রান্তের মধ্যে সদরে ২৭জন, গাবতলীতে ২জন, শাজাহানপুরের ২জন।
শজিমেক এর পিসিআর ল্যাবে ২৬৩টি নমুনার মধ্যে ২৭টি, টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাত উল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ১৪টি নমুনা মধ্যে ৪টি পজিটিভ এসেছে।
জেলায় বর্তমানে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ১১ হাজার ৭৫২ জন। নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৯১জন। করোনায় চিকিৎসাধীন ৯৮৪জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৭৮ জন।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, নতুন করে আক্রান্তদের নিজ নিজ বাড়ীতে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা দেওয়া হচ্ছে। যদি কারও অবস্থা জটিল হয় তাহলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।
Leave a Reply