বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ আল কাবি নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টিএনডি জামে মসজিদের ছাদে আমড়া পাড়তে গিয়ে বৈদুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
নিহত আব্দুল্লাহ আল কাবি (১৪) পিরোজপুরের দক্ষিণ শিকারপুর নিবাসী শহিদুল আলম শাহিনের পুত্র।
পরিবারের সদস্যরা জানায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) বিকেলে টিএনটি জামে মসজিদের ছাদে লোহার রড দিয়ে আমড়া পারতে যায় আব্দুল্লাহ। সেখানে বৈদুতিক তারের সংস্পর্শে গেলে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এরপর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক রহিতোষ জানান, শেষ বিকেলের দিকে জেলা হাসপাতালে এক কিশোরকে আনা হলে তাকে আমরা মৃত অবস্থায় পাই। বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
Leave a Reply