রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নারায়ণগঞ্জ করোনা হাসপাতালের আক্রান্ত ৫৪ স্বাস্থ্যকর্মীর মধ্যে ৪৫ জন স্বাস্থ্যকর্মী করোনামুক্ত হয়ে সুস্থ হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়।
সুস্থ হওয়াদের বেশিরভাগই কাজে যোগদান করেছেন। তবে কয়েকজন বিশ্রাম শেষে শনিবার (২৩ মে) থেকে কাজে যোগদান করবেন। বাকি আক্রান্ত ৯ জন হাসপাতালেই আইসোলেশনে আছেন এবং তারাও সুস্থ হওয়ার পথে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় জানান, আমাদের স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত রোগীদের প্রত্যক্ষভাবে সেবা দিতে গিয়েই আক্রান্ত হয়েছেন। এমনকি আমি নিজেও আক্রান্ত ছিলাম। আমরা মোট ৫৪ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত ছিলাম। এখন পর্যন্ত রিপোর্টে ৪৫ জন স্বাস্থ্যকর্মীর সুস্থ হবার তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদের বেশীরভাগই কাজে ফিরেছেন, কয়েকজন বিশ্রাম শেষে শনিবারের (২৩ মে) মধ্যে কাজে ফিরবেন। বাকি ৯ জন হাসপাতালেই আইসোলেশনে রয়েছেন, তারাও সুস্থ হওয়ার পথে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ করোনা হাসপাতালের মোট কর্মরত রয়েছেন ৩২৯ জন স্বাস্থ্যকর্মী। যার মধ্যে ৩৮ জন চিকিৎসক, ১৬৪ জন নার্স এবং ১২৭ জন স্টাফ রয়েছেন। এরইমধ্যে এ হাসপাতালে সেবা দিতে গিয়ে এখানে ৫৪ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন।
Leave a Reply