রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রেশনের সময় উৎস কর ফাঁকির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারি কোষাগারে নির্ধারিত ফি জমা না দিয়ে কম উৎস কর প্রদর্শন করে দলিল রেজিস্ট্রেশন করায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত বরিশাল জেলা সাব-রেজিস্ট্রি অফিসে এই অভিযান পরিচালনা করে দুদকের একটি বিশেষ দল। অভিযানে নেতৃত্ব দেন দুদক বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা।
তিনি জানান, “দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে সরকার নির্ধারিত উৎস কর জমা না দিয়ে বিভিন্ন দলিলে কম দামে জমির মূল্য উল্লেখ করে কম ফি জমা দেওয়া হয়েছে। অভিযানে চারটি দলিলে এমন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।” তিনি আরও বলেন, “প্রথমে দলিল রেজিস্ট্রেশনের সময় কম উৎস কর জমা দেওয়া হয়, পরে এক থেকে দুই মাস পর সংশোধিত দামে টাকা আদায় করা হলেও তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। এমনকি সংশ্লিষ্ট রেজিস্টারে অতিরিক্ত অর্থ জমার কোনও রেকর্ড পাওয়া যায়নি।”
দুদক আরও জানায়, অফিসে অভিযানের সময় জেলা রেজিস্টারকে খুঁজে পাওয়া যায়নি। তার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে, তবে তিনি উপস্থিত না থাকায় সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।
রাজ কুমার সাহা বলেন, “এই অনিয়মের পেছনে কারা জড়িত, তা নির্ধারণে আমরা সমস্ত তথ্য সংগ্রহ করেছি। যা পেয়েছি, তা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে এবং সেখান থেকে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বরিশাল সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ, কমিশন ও ফি জালিয়াতির অভিযোগ রয়েছে। দুদকের এই অভিযান জনমনে স্বস্তি এনে দিয়েছে।
দুদক জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply