শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল :শহীদ আব্দুর রব সেরনিয়াবাত দপদপিয়া সেতুতে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে এক যুবক দেদারছে চাঁদাবাজী করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।এই যুবকের নাম সাফিন মাহমুদ তারেক।তিনি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাইনবোর্ডের আড়ালে নগরীতে নানা অঘটনের জন্ম দিচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন সূত্রের ভাষ্য,শহীদ আব্দুর রব সেরনিয়াবাত দপদপিয়া সেতু লাগোয়া সম্পত্তিতে ট্টলারে কয়লা,বালু লোড আনলোড করা হয়।ট্রলারে মালামাল লোড আনলোডে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিচ্ছে।এক্ষেত্রে নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নাম ব্যবহার করে এসব চাঁদাবাজী করে আসছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।ভুক্তভোগীরা ভয়ে মুখ খুলতে পারছে না।আ’লীগের একাধিক নেতার ভাষ্য,সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নাম ব্যবহার করে জঘন্যতম অপরাধ করে চলছে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাইনবোর্ড সাটানো সাফিন মাহমুদ তারেক।
বিষয়টি সাদিক আব্দুল্লাহর নখদর্পনে না থাকার কারণে দেদারছে চাঁদাবাজি করে পাড় পেয়ে যাচ্ছেন তারেক।এ কারণে তারেক এর চাঁদাবাজির বিষয়টি নবনির্বাচিত মেয়র সাদিক আব্দুল্লাহকে অবহিত করা দরকার।এক্ষেত্রে গণমাধ্যমই পারে বিষয়টি তুলে ধরতে।এদিকে,শহীদ আব্দুর রব সেরনিয়াবাত দপদপিয়া সেতুতে সাফিন মাহমুদ তারেক এর চাঁদাবাজী বন্ধে ভুক্তভোগীরা নবনির্বাচিত বিসিসি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর দৃষ্টি কামনা করেছেন।একইসঙ্গে সাফিন মাহমুদ তারেক নামক যুবকের বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবীও জানান তারা।এসব প্রসঙ্গে সাফিন মাহমুদ তারেক এর সাথে যোগযোগের চেষ্টা করে বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply