শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল আলম বলেছেন, “তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশে গণতন্ত্র ও সার্বভৌমত্ব ফিরে এসেছে।” বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ফখরুল আলম বলেন, “জিয়া পরিবার দেশের সকল সংকটকালে নেতৃত্ব দিয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। পরবর্তীতে ৯০-এর স্বৈরাচার আন্দোলনে নেতৃত্ব দেন খালেদা জিয়া এবং আজকের দিনে তারেক রহমান দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছেন।”
তিনি বলেন, “দেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার ও কথা বলার অধিকার ফিরে পেতে ১৬ বছর আন্দোলন সংগ্রাম চালিয়েছেন আমাদের নেতা তারেক রহমান। তিনি দুর্যোগ মুহূর্তে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানবাধিকারের জন্য কাজ করেছেন। বিএনপির এই নেতা আরও বলেন, ‘তারেক রহমান সবসময় অসহায় মানুষদের পাশে ছিলেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।’”
ফখরুল আলম বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছরে অনেক ত্যাগ স্বীকার করেছি। বহু নেতা-কর্মীকে আমরা হারিয়েছি, সিনিয়র নেতাদের উপর হামলা হয়েছে, নির্যাতনের শিকার হয়েছেন অনেকেই।”
নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আরও বলেন, “আজকে দেশে সার্বভৌমত্ব ও স্বাধীনতা ফিরে এসেছে। সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে তারেক রহমানের নেতৃত্বে।”
সমাবেশে পিরোজপুর জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপির প্রতি সমর্থন জানিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
Leave a Reply