রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর নবগ্রাম রোডে মাহিন্দ্রা আলফা বন্ধ করে দিয়ে চালকদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। ক্ষমতাশীন দলের লোক হওয়ায় ভয়ে কউে মুখ খুলছে না। তার ইশারায় মাহেন্দ্র আলফা বন্ধ করে দেয়া হয়েছে বলে ভুক্তভোগী একটি সুত্র নিশ্চিত করেছে।
আলফা মাহিন্দ্রা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পরেছে ওই রুটে যাতায়াত করা যাত্রীরা। বিষেশ করে আটঘর কুরিয়ানা পেয়ারা বাগানে বেড়াতে যাওয়া যাত্রীদের পোহাতে হচ্ছে ভোগান্তি।
আর এর মূল পরিকল্পনকারী হিসেবে যার নাম উঠে এসেছে তিনি ঝালকাঠি জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জি.এস জাকির। সুত্র মতে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে যাওয়া মাহিন্দ্রা আলফা নবগ্রাম রোড কড়াপুর (স্টিল ব্রিজ) বেইলী ব্রিজ, বিনয়কাঠি, কলেজ মোর চৌমাথা, কায়েদ ছাহেব হুজুরের বাড়ির ব্রিজ, কৃর্ত্তিপাশা, ভিমরুলী এ সকল স্থানে গাড়ি গুলোর যাত্রীরা (রিজার্ভ) ব্যাক্তিগত ভাবে নিয়ে আসলে ২০ জুলাই(শনিবার) বেলা দশটার সময় চালক রিয়াজ নামে এক ব্যাক্তিকে মারধর করে জি এস জাকিরের লোকজন।
এসময় বেশ কিছু চালকদের লাঞ্ছিতও করা হয়। নবগ্রাম সড়কে চলাচলকৃত ম্যাজিক গাড়ি থেকে প্রতি মাসে যুবলীগ নেতাকে মাসোয়ারা দিতে হচ্ছে বলে একটি বিশ^স্ত সুত্র নিশ্চিত করেছে।
জেলার মাহেন্দ্র আলফা গাড়ি নবগ্রাম রোডের কলেজ মোর চৌমাথা পর্যন্ত যাচ্ছে। অন্যন্যা স্থানে যেতে হলে প্রত্যেক যাত্রীকে ম্যাজিক গাড়িতে যেতে হবে, গুনতে হবে দিগুন টাকা।
সকল অভিযোগ অস্বিকার করেন ওই যুবলীগ নেতা, উল্টো নিজের দায় এড়াতে ভিন্ন কৌশল নিয়ে বললেন, আমি কি মাহেন্দ্রা চালাই? সরেজমিন আসেন যোগাযোগ করেন, দেখেন বিষয়টা কি? আমার লোকজন কেন এগুলা করতে যাবে ? ওরা আরো এসে মাহিন্দ্রাআলারা ম্যাজিক গাড়ির সভাপতিকে মারছে।
পরবর্তীতে ওখানে ঝালকাঠি সদর থানার তদন্ত অফিসার ছালাম সাহেব, ওই খানের ইউনিয়ন চেয়ারম্যান এরা ছিলো। তিনি আরো জানান, বরিশাল মালিক সমিতির বাবু ভাইও আসছিলেন। তাদের সমন্বয় করে চালানোর জন্য বলা হয়েছে।
কিন্তু তারা উশৃঙ্খল কথা বার্তা বলে পেশি শক্তি দেখান। তারা তাদের সিমানায় চলে গেছে। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখেন ভাই আমার নিজের মাহেন্দ্র নাই ম্যাজিকও নাই সব কথা সত্য না। যখন যার স্বার্থ বাজে তখন সে সেই মোতাবেক কথা বলে।
এ বিষয় বরিশাল মাহিন্দ্রা আলফা মালিক সমিতির সভাপতি শাহারিয়া আহমেদ বাবু বলেন, জেলার গাড়িগুলো কেউ (রিজার্ভ) ব্যাক্তিগতভাবে নবগ্রাম রোড যেতে চাইলে আগে যেতে পারতো। এখন পারছে না। কোন চালক লিখিত অভিযোগ দিলে মালিক সমিতি থেকে পদক্ষেপ নেয়া হবে বলেন তিনি।
Leave a Reply