শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে অর্ধশত ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলভী কাজী (২০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দল বিশেষ অভিযান চালিয়ে ঝালকাঠি পৌরসভার কৃষ্ণকাঠি কবিরাজবাড়ি এলাকা থেকে ৫২পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটককৃত আলভী বিকনা এলাকার মৃত মোঃ বাদল কাজীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
ডিবি ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাতে ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করে রোববার সকালে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক মুক্ত সামজ গড়ার লক্ষ্যে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply