রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন
চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে করোনাভাইরাস উপসর্গে মারা যাওয়া আমির হোসেনের (৫০) রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ এসেছে। শুক্রবার তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে।
এ ছাড়া চরফ্যাশন হাসপাতালের দুই চিকিৎসক, ভোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মী ও একজন অ্যাডভোকেটসহ নতুন আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। সিভিল সার্জন রতন কুমার ঢালী জানান, গত সোমবার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের ওই বাসিন্দা করোনা উপসর্গ নিয়ে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার সকালে তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে। চরফ্যাশন হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক বলেন, হাসপাতালের দুই চিকিৎসকসহ উপজেলার নীলকমল এবং আবদুল্লাপুর ইউনিয়নে আরও ৪ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রান্ত সবাই আইসোলেশনে রয়েছেন। পাশাপাশি তাদের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।
Leave a Reply