সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গত ২৪ ঘণ্টায় জামালপুরে নতুন করে ৪ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে ৮০টি নমুনা পরীক্ষার রিপোর্টে ওই চারজনের করোনা পজিটিভ ধরা পড়ে।
রাতেই ওই ব্যক্তিদের দেহে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
জেলায় নতুন আক্রান্তদের মধ্যে জামালপুর সদরে ২ জন এবং সরিষাবাড়ীতে ২ জন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস দৈনিক অধিকারকে জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ৮০টি নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়। ওই ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতাল ও নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিল। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৮৮ জন।
এখন পর্যন্ত জেলায় ৩৪ জন চিকিৎসক, একজন পল্লী চিকিৎসক, একজন বেসরকারি চিকিৎসক, ৯৫ জন সরকারি স্বাস্থ্যকর্মী এবং ১৩ জন বেসরকারি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে জেলায় এই মরণব্যাধিতে আক্রান্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিট থেকে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯২ জন। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও ঢাকার হাসপাতালে রেফার্ড করা হয়েছে ২৮ জনকে।
Leave a Reply