রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে একজনের শরীরে। এই নিয়ে সেখানে মোট আক্রান্ত হলেন ১৯১ জন। এদের মধ্যে চিকিৎসক ২৪ জন, নার্স ১২ জন ও পুলিশ ২১ জন আক্রান্ত ছিলেন। শনিবার রাত ১১টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন মুজিবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সেখানে সুস্থ হয়েছে ১৪ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ১৫৬ জন। ডাক্তার মুজিবুর রহমান আরও জানান, শনাক্ত হওয়া ১৯১ জন রোগীর মধ্যে ৫ জন মারা গেছেন। বাকি ১৮৬ জনের মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়েছেন ১৫৬ জন। বর্তমানে কিশোরগঞ্জে চিকিৎসা চলছে ৩০ জন আক্রান্ত রোগীর। এদের কয়েকজনের দ্বিতীয় ও তৃতীয় রিপোর্ট নেগেটিভ এসেছে। আগামী কয়েকদিন তাদের অবজারভেশনে রেখে পুরো সুস্থ মনে হলেই ছাড়পত্র দেয়া হবে।
ডাক্তার মুজিব বলেন, ৩০ জন কোভিড-১৯ পজিটিভ রোগী হোম বা হাসপাতালে আইসোলেশন এ আছেন। এরা ছাড়া আরও ২ জন সন্দেহভাজন কোভিড-১৯ রোগী আইসোলেশনে আছেন। তিনি জানান, কিশোরগঞ্জে বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ১৩৮ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে কেউ নেই।
কিশোরগঞ্জের সিভিল সার্জন মুজিবুর রহমান সবাইকে ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানিয়েছেন
Leave a Reply