শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। এক যুগের বেশী সময় পর কলাপাড়া -ঢাকা নৌ রুটে বিলাসবহুল লঞ্চ এম ভি রয়েল ক্রুজ -২ চলাচল শুরু করেছে। শুক্রবার বেলা ১২ টায় কলাপাড়া লঞ্চ ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। র্দীঘ দিন পর কলাপাড়া লঞ্চ ঘাটে আসলে শত শত মানুষ লঞ্চটি দেখতে ভীড় করে।
লঞ্চ চালু হওয়ায় উপকূলীয় উপজেলা কলাপাড়ার ব্যবসায়ী, যাত্রী ও সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লঞ্চ সার্ভিস চালু হওয়ায় ধন্যবাদ ও অব্যাহত রাখার দাবি জানিয়েছেন অনেকে মন্তব্য করেছেন ।
সাউথ বাংলা শিপিং লাইনস লিঃ এম ভি রয়েল ক্রুজ -২ বিলাসবহুল লঞ্চে ৮টি ভিআইপি কেবিন,৭টি ফ্যামিলি কেবিন ৪৯ টি ডাবল ৩৩ সিঙ্গেল শিতাতাপ নিয়ন্ত্রীত কেবিন রয়েছে। প্রতিটি ভিআইপি কেবিন ৬ হাজার টাকা, ফ্যামিলি কেবিন ৩ হাজার টাকা, ডাবল কেবিন ২ হাজার চার শত টাকা ও সিঙ্গেল কেবিন এক হাজার দুই শত টাকা ভাড়া নির্ধারণ হরা হয়েছে। এছাড়া কলাপাড়া -ঢাকা ডেক টিকিট জন প্রতি চার শত টাকা বলে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে।
ঢাকা সদর ঘাট থেকে একদিন পর একদিক কালাপাড়া উদ্দেশে ছেড়ে যাবে। ঢাকা সদর ঘাট থেকে সন্ধ্যা ৬ টায় ছেড়ে দশমিনা-চরকাজল-কোড়ালিয়া-বালিয়াতলি (পায়রাবন্দর) হয়ে পরের দিন সকালে কলাপাড়া লঞ্চ ঘাট পৌছাবে। এবং ওইদিন বেলা ১২ টায় কলাপাড়া থেকে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যাবে।
স্থানীয় একধিক ব্যবসায়ী জানান , দোতলা লঞ্চ চালু হওয়ায় আমাদের ব্যবসায়িক মালামাল অল্প খরচে এবং নির্বিঘেœ কলাপাড়ায় নিয়ে আসা যাবে।
কলাপাড়া (খেপুপাড়া) লঞ্চঘাট ইজারাদার মাহফুজুল হক তানভীর জানান, এখন পর্যন্ত একটি লঞ্চ চলাচলের অনুমতি পেয়েছে। লঞ্চটি একদিন পর একদিন কলাপাড়া (খেপুপাড়া) থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। কিছুদিন পর আরও বেশ কয়েকটি লঞ্চ কলাপাড়ার উদ্দেশে আসার সম্ভাবনা রয়েছে।
লঞ্চ সার্ভিস চালু হওয়ায় কলাপাড়ার স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং ভ্রমণ পিপাসু পর্যটকরা কুয়াকাটায় নিরাপদ ভ্রমণ করতে পারবেন। নৌ পথে ভ্রমণকারীরা পর্যটকরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবে।
Leave a Reply