করোনাভাইরাসে আক্রান্ত ৫৫৫ আনসার, সুস্থ ৩১৮ জন Latest Update News of Bangladesh

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




করোনাভাইরাসে আক্রান্ত ৫৫৫ আনসার, সুস্থ ৩১৮ জন

করোনাভাইরাসে আক্রান্ত ৫৫৫ আনসার, সুস্থ ৩১৮ জন

করোনাভাইরাসে আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সামাজিক দূরত্ব বজায়, আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশের সঙ্গে ও নিজ বাহিনী ও সরকারি গুরুত্বপূর্ণ স্থানে দ্বায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আরো ১৭ আনসার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৫৫ জনে। তবে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১৮ জন। শনিবার রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 

 

বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে জীবন বাজি রেখে কাজ করে চলছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনাযুদ্ধে সম্মুখভাগে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

 

 

রেবিন বলেন, করোনায় আক্রান্তের মধ্যে রয়েছেন- কর্মকর্তা ৬ জন, ব্যাটালিয়ন আনসার ১৭৬ জন, মহিলা আনসার ৩ জন, সাধারণ আনসার ৩৫৪ জন, কর্মচারী ২ জন, ভিডিপি সদস্য ৩ জন, বিশেষ আনসার ৩ জন, উপজেলা প্রশিক্ষক ২ জন, উপজেলা প্রশিক্ষিকা একজন, পাচক একজন এবং হিল আনসার ৪ জন। এর মধ্যে ঢাকায় ৩৭৯ জন এবং ঢাকার বাইরে ১৭৬ জন। তবে এ বাহিনীতে সুস্থতার হারও সাফল্যজনক। এ পর্যন্ত কর্মকর্তাসহ মোট ৩১৮ জন সদস্য সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৫৭ শতাংশের চেয়ে বেশি।

 

 

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে চিকিৎসায় শতভাগ সুস্থরা কর্মক্ষেত্রে যোগদান করে দায়িত্ব পালন করেছেন। এ বাহিনীর বিভিন্ন থানা, ক্যাম্প, হোটেল ও হোম কোয়ারেন্টাইনে আছেন ১০৫ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৯ জন সদস্য।

 

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ মে আব্দুল মজিদ, গত ৮ জুন আব্দুস সোবহান ও মো. আব্দুর রউফ নামে তিন আনসার সদস্য প্রাণ হারিয়েছেন

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD