সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বাগেরহাটের ফকিরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাবার মৃতুর ১০ ঘণ্টা পর ছেলেরও মৃত্যু হয়েছে। শনিবার সকালে ও বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। মৃত পল্লী চিকিৎসক ইয়াদ আলী ও তার ছেলে স্বাস্থ্যকর্মী খানজাহান আলী বাদশা ফকিরহাটের শালবাড়ীয়া গ্রামের বাসিন্দা। ইয়াদ আলীর স্ত্রী কহিনুর বেগম ও ছোট ছেলে সামর্থ আলীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
এসব তথ্য নিশ্চিত করেছেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির। তিনি জানান, ৭ জুলাই আইইডিসিআর থেকে ইয়াদ আলীসহ ওই পরিবারের চারজনের করোনা পজিটিভ রিপোর্ট পাঠানো হয়। পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে ইয়াদ আলী, কহিনুর বেগম, খানজাহান আলী বাদশাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
সিভিল সার্জন আরো জানান, শনিবার সকালে ইয়াদ আলীর মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে দুপুরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুর ১০ ঘণ্টা পর বড় ছেলে খানজাহান আলী বাদশাও একই হাসপাতালে মারা যান।
Leave a Reply