করোনা: দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন সাড়ে ২১ লাখ মানুষ Latest Update News of Bangladesh

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




করোনা: দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন সাড়ে ২১ লাখ মানুষ

করোনা: দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন সাড়ে ২১ লাখ মানুষ

করোনা: দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন সাড়ে ২১ লাখ মানুষ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দেশে এ পর্যন্ত করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২১ লাখ ৫৫ হাজার ২৯৬। এর মধ্যে পুরুষ ১৪ লাখ ১৮ হাজার ৩০ এবং নারী ৭ লাখ ৩৭ হাজার ২৬৬ জন।

 

 

এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৭ লাখ ৮৮ হাজার ৮৮০ জন। এর মধ্যে ৩৫ লাখ ৯৬ হাজার ৩০৬ জন পুরুষ এবং নারী ২২ লাখ দুই হাজার ৫৭৪।

 

 

এ ছাড়া শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৭২ লাখ ছয় হাজার ৫৬৫ জন মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

 

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক লাখ ৮৭ হাজার ৩২১ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ এক লাখ ১৭ হাজার ৩৩ এবং নারী ৭০ হাজার ২৮৮ জন। আর প্রথম ডোজ নিয়েছেন ২০ হাজার ১৯৪ জন। এর মধ্যে পুরুষ ১২ হাজার ২৭০ এবং নারী সাত হাজার ৯২৪ জন।

 

 

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ছয় লাখ ৬২ হাজার ২৮৬ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে তিন লাখ ১৯ হাজার ৫৫২ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৮ লাখ ২৮ জন ও ঢাকা মহানগরীতে নিয়েছেন নয় লাখ ১৫ হাজার ৫০৭ জন।

 

 

ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৮ হাজার ১৪৪ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন দুই লাখ ৮৮ হাজার ২৬৩ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন চার লাখ ৭৫ হাজার ৬৮৩ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৭৪ হাজার ১৫২ জন।

 

 

রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ২৫ হাজার ৯৯৫ জন, প্রথম ডোজ ছয় লাখ ৬১ হাজার ৭৩৩ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৯৬ হাজার ২৬৪ জন, প্রথম ডোজ পাঁচ লাখ ৯৫ হাজার ৪০৪ জন। খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ৫৯ হাজার ৮৭৪ জন, প্রথম ডোজ সাত লাখ ২৯ হাজার ৬৬ জন।

 

 

বরিশাল বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯৭ হাজার ৭২০ জন, প্রথম ডোজ দুই লাখ ৫০ হাজার ২১ জন এবং সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৩৯ হাজার ৩৩০ জন, প্রথম ডোজ তিন লাখ ২১৩ জন।

 

 

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেওয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেওয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম টিকা নেওয়ার ৬০ দিন পর ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। দেশে টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। সূত্র: বাসস

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD