রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার:গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, নিয়োগ ও ঠিকাদারী কাজে আমাকে কোনও কমিশন দিতে হবে না। উন্নয়ন কাজ সঠিকভাবে করতে হবে। এলাকার উন্নয়নই আমার মূল লক্ষ্য। তাই কোনো ঘুষ, দুর্নীতি ও কমিশনবাণিজ্য আমাকে স্পর্শ করতে পারবে না।শুক্রবার (১ মার্চ) সকাল ১১টায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৫৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই বিদ্যালয়েই করিম ষষ্ঠ-দশম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছেন রেলমন্ত্রী। বক্তব্যে শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, আমার বাবা আমাদের ভাইবোনদের লেখাপড়া করাতে তার বাবার (দাদা) জমি বিক্রি করেছেন। আপনাদের তা করতে হচ্ছে না।
রেজাউল করিম বলেন, আমার পরিবারের কেউ যদি আমার নাম করে কোনও অনৈতিক সুবিধা বা কমিশন নেওয়ার চিন্তা করে সেটা প্রতারণা করা হবে। এ বিষয়ে আপনারা সর্তক থাকবেন।
তিনি বলেন, টিআর, জিআর, কাবিখা ও ৪০ দিনের কর্মসূচি গরিবদের হক। জনপ্রতিনিধিরা কেন এখান থেকে কমিশন নেবেন। এই অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
রেলমন্ত্রী বলেন, আমার নির্বাচনী এলাকায় (পিরোজপুর-১) আমার দ্বারা কেউ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না। এই বিষয়টি আমি আপনাদের আশ্বস্ত করছি। অন্যের ক্ষতি করে আমার লাভ হবে এমন চিন্তা আমার মাথায় নেই।
এ সময় দলীয় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মাদক ও সন্ত্রাসীদের ভালো হয়ে যেতে হবে নতুবা জেলে যেতে হবে। তাতে তারা (মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী) যদি আমার কোনো আত্মীয় বা পরিবারের কেউ হন তা হলেও ছাড় পাবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন— নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতার, পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বনিক, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম বেলায়েত হোসেন, মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম বেলায়েত হোসেন প্রমুখ।
এর আগে, মন্ত্রী পুলিশের কাজের গতি বাড়ানোর জন্য পিরোজপুরের নাজিরপুর থানায় একটি নতুন পিকআপ ভ্যান আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply