বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিয়ের অনুষ্ঠানে ছবি তুলতে গিয়ে কনের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন ফটোগ্রাফার। আর এজন্য মাশুলও দিতে হয়েছে তাকে। রেগে গিয়ে ওই ফটোগ্রাফারকে চড় মেরেছেন বর।
সম্প্রতি ছবি তুলতে গিয়ে ফটোগ্রাফারের এমন মার খাওয়ার একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। আর তা দেখে ভালোই বিনোদন পেলেন নেটিজেনরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানের পর বর-কনের ছবি তুলছিলেন এক ফটোগ্রাফার। কিছুক্ষণ পরই তিনি বরকে সরিয়ে কেবল কনের ছবি তুলতে থাকেন। ছবি তুলতে তুলতে কনের খুব কাছাকাছিও চলে যান। এমতাবস্থায় রেগে গিয়ে আচমকাই বর ওই ফটোগ্রাফারকে চড় মারেন। আর তা দেখে হাসতে হাসতে মাটিতে বসে পড়েন বিয়ের কনে।
ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথেই ঝড়ের গতিতে শেয়ার হয়েছে। আর এই মজার ঘটনার ভিডিও দেখে মানুষ রীতিমতো হেসে খুন। কেউ কেউ অবশ্য কনের পরিস্থিতি সামাল দেয়ার ক্ষমতার প্রশংসা করেছেন। যদিও ঘটনাটি কোথাকার কিংবা বর-কনে ও ফটোগ্রাফার কারোই পরিচয় জানা যায়নি।
https://twitter.com/Ease2Ease/status/1357675009905291264
Leave a Reply