মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা।
বুধবার (২১ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর পদত্যাগ পত্র জমা দেন।
পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন- ছাত্রদের যৌক্তিক অধিকার আদায়ের ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ মেধাবী শিক্ষার্থী ও নিরস্ত্র মানুষের উপর হামলা এমনকি গরিব-অসহায়, দিনমজুর জনতার উপরেও গুলিবর্ষণ সহ বিভিন্ন অন্যায় কার্যক্রম আমার কাছে অত্যন্ত নিন্দনীয় ও অত্যন্ত ঘৃনিত লেগেছে বিধায়, আমি বাংলাদেশ আওয়ামী লীগ এর দলীয় পদ সহ বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন সোহরাব মৃধা বলেন,জনগণের ভালোবাসা নিয়ে সতন্ত্র ভাবে প্রথমে চেয়ারম্যান নির্বাচন করে জয়লাভ করেছি, পরবর্তী সময়ে পরিস্থিতির কারনে আমাকে দলীয় ভাবে নির্বাচন করতে হয়েছে।আমি সব সময় জনগণের মাঝে, সকলের সাথে মিলে মিশে, দল-মত নির্বিশেষে থেকেছি, ভবিষ্যৎ সময়েও থাকতে চাই।
Leave a Reply