বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১২:০৩ অপরাহ্ন
আরিফ হোসেন, বাবুগঞ্জ ॥ আসন্ন জাতীয় নির্বাচনে ইউনিয়ন পর্যায় আওয়ামীলীগ নেতাকর্মীদের একত্রিত করতে মতবিনিময় সভা করছেন বাবু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপন। প্রতিটি এলাকায় গিয়ে মতবিনিময় সভা করে ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পৌছে দিচ্ছেন তিনি।
এরই ধারাবাহিকতায় শনিবার বিকালে পার্শবর্তী উপজেলা গৌরনদীর সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সাথে মতবিনিময় করেন তিনি। মতবিনিময় সভায় চেয়ারম্যান খালেদ হোসেন স্বপন বলেন,আসন্ন জাতীয় নির্বাচনে দক্ষিন অঞ্চলের রাজনৈতিক অভিভাবক ( আগৈলঝাড়া-গৌরনদী) বরিশাল-১ আসনে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তির রুপকার, আওয়ামীলীগের মনোনীত (নৌকা) প্রতিকের প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ কে বিজয়ী করতে নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর আস্থাভাজন আবুল হাসানাত আব্দুল্লাহ ছাড়া দক্ষিন অঞ্চলের উন্নয়ন সম্ভব নয়। আবুল হাসানাত আব্দুল্লাহ শুধু দক্ষিনাঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন না সারাদেশে নেতৃত্ব দিচ্ছেন। তিনি দেশের গর্ব।
এসময় বক্তব্য রাখেন সরিকল ইউনিয়ন চেয়ারম্যান ফারুখ হোসেন মোল্লা ,জাহাঙ্গীর নগর ইউনিয়ন চেয়ানম্যান তারিকুল ইসলাম, সরিকল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মেজবাহ উদ্দিন আকন,সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী সভাপতি মোঃ ইউসুফ খান,সাধারন সম্পাদক এম আর বাদল বিশ্বাস, সাবেক ইউ’পি চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা, উপজেলা আ’লীগ নেতা ,সহিদ হাওলাদার,সরোয়ার জোমাদ্দার, যুবলীগ নেতা আনিছুর রহমান মোল্লা, সরিকল ইউনিয়ন যুবলীগ নেতা সাহাবুদ্দিন মোল্লা,ইউপি সদস্য ফারুখ হোসেন,আফজাল মোল্লা,ইউনিয়ন আ’লীগ নেতা আঃ হাই, ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ আজিজুল প্রমুখ।
Leave a Reply