সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ করোনা আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ ড. এবিএম মাহমুদুল হককে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সংকটাপন্ন অবস্থায় তাকে দ্রুত ইউনিভার্সেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি জানান, ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হকও করোনায় আক্রান্ত। তিনি আরও জানান, জেলা জজ ড. মাহমুদুল হকের স্ত্রী করোনায় এবং তাদের এক বছর বয়সী একমাত্র ছেলে জ্বরে আক্রান্ত। সোমবার জেলা জজের স্ত্রীর করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
১৫ জুন থেকে জ্বরে অক্রান্ত জেলা জজ মাহমুদুল হক। শনিবার ভোলা হাসতাপালে পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। রোববার দুপুরে তার ফুসফুস আক্রান্ত হয়। বেড়ে যায় শ্বাসকষ্ট। ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, জেলা ও দায়রা জজ ড. মাহমুদুল হকের অবস্থার অবনতিতে দ্রুত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর দফতর, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দফতরে যোগাযোগ করা হয়। এরপর রোববার রাত ৮টায় বিবানবাহিনীর হেলিকপ্টারে তাকে ঢাকায় নেয়া হয়। তার চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
Leave a Reply