শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
থানা প্রতিনিধি॥ সোহানা(৫) নামের অবুঝ একটি শিশুর প্রাণ কেড়ে নিয়েছে দানব ট্রলি। ২৩ জুন রবিবার দুপুর সাড়ে ১২ টায়, হিজলা- মুলাদী সড়কে গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজাহান তালুকদার এর ভাই মজিবুর রহমান তালুকদার এর মুরগির খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।মৃত সোহানা বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া গ্রামের দিনমজুর মোশাররফ বেপারীর মেয়ে। দুর্ঘটনার ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক মহিলা জানায়, সোহানার বাবা সকাল থেকে খামারের সামনে ইট ভাঙ্গার কাজ করছিল।
দুপুরে সোহানা তার বাবার সাথে দেখা করে কিছু দুর আসার পরে, ট্রলিটি সড়কের উপরেই সোহানাকে চাপা দিয়ে পালিয়ে যায়।সোহানাকে তার বাবা রক্তাক্ত অবস্থায় মুলাদী হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার ব্যাপারে হিজলা থানার ওসি (তদন্ত) মোঃ মঈন উদ্দিন জানান, ঘাতক ট্রলিটি আটক করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনায় শিশু মৃত্যুর কারণে, হিজলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply