বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় পিয়াস মিয়া (২১) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নারী শিশু ট্রাইব্যুনাল আদালত। রোববার দুপুরে আদালতের বিজ্ঞ বিচারক মো, আলমগীর কবীর এ রায় দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে জেএসসি পরীক্ষার্থী ওই কিশোরী (১৬) ভাঙ্গা উপজেলার একটি কোচিং সেন্টার থেকে পড়া শেষে বাড়ি ফিরছিল। এ সময় পথে ওৎ পেতে থাকা বখাটে পিয়াস ওই কিশোরীর মুখে ওড়না পেঁচিয়ে রাস্তার পাশের ক্ষেতে নিয়ে যায়। পরে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় ওই যুবক।
এ ঘটনায় পরের দিন ২৪ সেপ্টেম্বর ওই কিশোরীর মা বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন। মামলার যাবতীয় সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিজ্ঞ বিচারক আসামি পিয়াস মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।
Leave a Reply