সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:গতকাল ১১ মার্চ বিকেল ৪ টার দিকে জেলা প্রশাসক বরিশাল এর নিদের্শনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নগরীর লঞ্চঘাট এবং নথুল্লাবাদ এলাকায় ভেজাল বিরোধী এবং ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাসেল ইকবাল। এসময় বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ, খাবারের নিম্নমান, পোড়া তেলের ব্যবহার ইত্যাদি কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় কৃত অপরাধে নগরীর লঞ্চ ঘাট এলাকার চট্টগ্রাম মুসলিম হোটেলের মালিক মোঃ নাসির উদ্দিন (৪০) কে পনেরো (১৫০০০) হাজার টাকা, নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকার কস্তুরী রেস্তোরাঁ হোটেলের ম্যানেজার তারিকুল ইসলাম (৩৫) কে পাঁচ (৫০০০) হাজার টাকা এবং বাঙ্গালী হোটেল এন্ড রেস্তোরাঁ কর্মচারীকে ছয় (৬০০০) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্ট।
এ অপরাধে প্রসিকিউশন প্রদান করেন স্যানিটেরি ইন্সপেক্টর, বরিশাল সিটি কর্পোরেশন, সৈয়দ এনামুল হক। অভিযানে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ছাব্বিশ (২৬,০০০) হাজার টাকা অর্থ জরিমানা আদায় করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মনীষা আহামেদ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন এএসপি র্যাব-৮ বরিশাল, মুকুর চাকমা, কোতয়ালী মডেল থানা পুলিশ এবং র্যাব-৮ এর সদস্যরা। এই জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।
Leave a Reply