বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নৌ-পথে বিদেশ পাঠানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে গড়ে ওঠা চক্রের একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-৮। উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলামের নেতৃত্বে ২৪ মে গাজীপুর জেলার রাজাবাড়ী বাজার হতে ওই প্রতারককে আটক করা হয়। আজ (২৫ মে) শনিবার বেলা ১১টায় র্যাব-৮ এর সদর দফতরে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় র্যাব।
র্যাব জানিয়েছে, অভিযানে আটক ওই ব্যাক্তির নাম রফিকুল ইসলাম। তার বাড়ি দিনাজপুর জেলার কাহারোল থানার কুশোট গ্রামে। গত ১০ মে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে ৩৭জন বাংলাদেশী নিখোঁজ হন। ওই ঘটনায় আটককৃত রফিকুল জড়িত রয়েছে বলে দাবী করেছে র্যাব।
উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারকৃত রফিকুল ইসলাম ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত সিঙ্গাপুরে ছিলে। এরপর দেশে ফিরে গাজীপুরে গ্রামীন টেলিকমের ব্যবসা শুরু করেন। টেলিকম ব্যবসার আঁড়ালে সে অবৈধভাবে বিদেশে প্রেরণের নামে দালাল চক্রের সাথে জড়িয়ে পরে।
র্যাবের জিজ্ঞাসাবাদে রফিকুল স্বীকার করে, সে বিদেশ যাওয়ার আগে মোঃ হাকিম (৪৫) নামেক দুঃসম্পর্কের এক চাচার সাথে তার নিজ এলাকা দিনাজপুরে পরিচিত হন। বর্তমানে মোঃ হাকিম লিবিয়া প্রবাসী। হাকিমকে সাথে নিয়ে মানব পাচারের নেটওয়ার্ক গড়ে তোলে। তারই ধারাবাহিকতায় লিবিয়ায় অবস্থানকালীন হাকিমের সাথে বিভিন্ন সময়ে রফিকুল দেশের বিভিন্ন জায়গা থেকে নিজস্ব ব্যাংক একাউন্ট ব্যবহার করে অবৈধ পথে বিদেশ পাঠানোর উদ্দেশ্যে লাখ লাখ টাকা সাধারণ মানুষের কাছ থেকে গ্রহন করে।
মূলত বিদেশে পাঠানোর নামে নিজস্ব একাউন্টে টাকা জমার পর তা লিবিয়া প্রবাসী হাকিমের নির্দেশে বিভিন্ন একাউন্টে প্রেরণ করে। জানা গেছে, ২/৩টি ব্যাংক একাউন্ট ব্যবহার করে রফিক অবৈধভাবে বিদেশে যেতে ইচ্ছুক সাধারণ মানুষের কাছ থেকে টাকা গ্রহন এবং প্রদানের কাজে হাকিমকে সহযোগিতা করে আসছিল।
র্যাব জানায় রফিকুলের ফাঁদে পা দিয়ে শরিয়তপুরের নড়িয়া থানার বাসিন্দা ইয়ার মোহাম্মদ খানের পুত্র রাজিব (২৫) অবৈধভাবে নৌ-পথে লিবিয়া যাওয়ার চেষ্টা করে। কিন্তু নৌডুবিতে রাজীবের মৃত্যু হয়। মৃত রাজিবের কাছ থেকে রফিক চক্র নিয়েছিল ১ লাখ ৭০ হাজার টাকা।
Leave a Reply