রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: মাদারীপুরের কালকিনি থেকে এক হাজার ৫৮০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে মাদক বিক্রির ২৪ হাজার ৮শ টাকা।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে কালকিনি থানাধীন ডিগ্রীর এলাকার আরাম আলীর পুকুরের দক্ষিণ-পূর্ব পাশে এই আটক ও উদ্ধার অভিযান পরিচালনা করে র্যাব-৮ বরিশাল সিপিএসসি ক্যাম্পের বিশেষ অভিযানিক দল।
আটকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. ইদ্রিস আলী (৫৫)। তিনি কালকিনি থানাধীন জলিরা গ্রামের মৃত আয়ুব আলী’র ছেলে। তার বিরুদ্ধে র্যাব-৮ এর ডিএডি মো. আল মামুন শিকদার বাদী হয়ে কালকিনি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।
র্যাব-৮ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানানো হয়েছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীকে ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ অর্থ সহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মোবাইল সেট জব্দ করা হয়েছে।
Leave a Reply