মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক।। রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে সবখানে কৌতুহল। জল্পনাকল্পনা বাড়ছে । জানা গেছে মুজিববর্ষে ডাকা সংসদের বিশেষ অধিবেশন করোনার কারনে স্থগিত করার অনুরোধ জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আজকেই তা ঘোষিত হবে। একই সঙ্গে করোনা ভাইরাসের পৃথিবীময় ভয়াবহতার কারণে জরুরী অবস্থা ঘোষণা আহবান জানান কিনা সেটাই দেখার বিষয়। দেশে দেশে জরুরি অবস্থা, লকডাউন ঘোষিত হচ্ছে। তাই এ আলোচনা বাড়ছে।
শনিবার (২১ মার্চ) বিকেল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, এ বৈঠকে দেশে করোনাভাইরাস সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত করার বিষয়ে আলোচনা হতে পারে সাক্ষাৎ অনুষ্ঠানে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ লকডাউন এবং জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। বৈঠকে এ বিষয়টিও ওঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply