শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনা সদরের পোটকাখালী গ্রামে গত এক মাস ধরে কিছু বাড়িতে নানা জায়গায় আকস্মিকভাবে আগুন ধরে যাবার ঘটনা ঘটছে বলে জানিয়েছে এলাকার মানুষ। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন, কিন্তু কী কারণে ছোট ছোট এই অগ্নিকাণ্ডগুলো ঘটছে – তা তারা বলতে পারছেন না।
জেলা প্রশাসক বলছেন, কয়েকদিন পর্যবেক্ষণ করার পর তারা একটা বিশেষজ্ঞ টিম গঠন করবেন আগুনের কারণ অনুসন্ধান করার জন্য।
বরগুনা সদর উপজেলার পোটকাখালী গ্রামের বাসিন্দা মিতা আরা বলছেন, এক মাসে তাদের বাড়িতে পাঁচবার আগুন লেগেছে।
তিনি বলেন, আমার খালার ঘরে প্রথমে আগুন লাগে বালিশে। সেটা নিভিয়ে ফেলি। আমরা ভেবেছিলাম হয়ত এটাই শেষ। কিন্তু এর পর আরো চার বার আগুন লাগে।
এই গ্রামের আরেকজন বাসিন্দা ছন্দা খাতুন বলেন, তাদের বাড়িতে সাতটা ঘর আছে এবং সেখানে কয়েকবার আগুন লেগেছে।
তিনি বলছেন, আজ রোববার সকালে রান্না ঘরের পাশে আগুন ধরে যায়। আমরা সবাই আগুন নিভাই। এখন এমন হয়েছে আমাদের পরিবারের পুরুষরা বাড়ি পাহারা দিচ্ছে কারণ কখন কোথায় আগুন লেগে যায় – তার কোন ঠিক নেই।
বরগুনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর বলেন, তিনি ফায়ার সার্ভিসের একটা দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন।
তিনি বলেন, আগুনগুলো কোন বড় আগুন না। ছোট ছোট আগুন। তবে কি কারণে এই আগুন ধরছে – সেটার আমরা প্রাথমিক কারণ বের করতে পারিনি।
‘রহস্যময়’ আগুন-আতংক
এদিকে এই আগুনের কারণ না জানতে পারায় ঐ এলাকায় নানা রকম রহস্যের সৃষ্টি হয়েছে। মনির আলী নামে এক ব্যক্তি পোটকাখালী গ্রামে থাকেন। তিনি বলেন, এটা অলৌকিক কোন ঘটনা। এ কারণে এলাকায় মিলাদ পড়ানো হয়েছে বলে জানান তিনি।
গ্রামবাসীদের এই ধারণার ফলে এলাকায় আগুন-আতঙ্ক তৈরি হয়েছে।
মিথেন গ্যাসই কি কারণ?
এদিকে বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বিবিসিকে জানান, ঘটনা সম্পর্কে তিনি অবগত আছেন।
তিনি বলেন – “প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মিথেন গ্যাসের কারণে হতে পারে। যেহেতু আমরা এই ব্যাপারে বিশেষজ্ঞ না তাই আসলে কী কারণে হচ্ছে সেটা নিয়ে মন্তব্য করছি না। ”
“তবে আরো দুই একদিন পর্যবেক্ষণ করার পর একটা বিশেষজ্ঞ দল গঠন করা হবে এই আগুনের কারণ অনুসন্ধান করার জন্য” – বলেন তিনি।
Leave a Reply