বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে অবস্থিত বিএপিএস শ্রী স্বামীনারায়ণ মন্দিরে চলতি সপ্তাহে ভাঙচুর চালানো হয়েছে। মন্দিরের দেয়ালে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী গ্রাফিতি লেখা হয়, যা তীব্র প্রতিবাদ সৃষ্টি করেছে। গত রোববার (৯ মার্চ) সকালে এই ঘটনা প্রকাশ্যে আসার পর সারা বিশ্বে চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে হিন্দু মন্দিরে ভাঙচুর ও চরম বর্বরতার খবর পেয়েছি। এই ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি স্থানীয় প্রশাসনকে।” পাশাপাশি, মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার জন্য আবেদন করা হয়েছে।
বিএপিএস পাবলিক অ্যাফেয়ারস এক পোস্টের মাধ্যমে জানায়, “আরেকটি মন্দিরে অপবিত্রতা ছড়ানো হলো। ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে হিন্দু সম্প্রদায়ের প্রতি এই ঘৃণা প্রদর্শনের চরম বিরোধিতা করছি।” তারা আরও বলেছে, “এই ঘৃণাকে আমরা কখনোই শিকড়ে গাঁথতে দেব না।”
এই ঘটনার পূর্বে গত বছর সেপ্টেম্বর মাসে স্যাক্রেমেন্টোতেও একই ধরনের ঘটনা ঘটে, যেখানে মন্দিরের দেয়ালে ‘হিন্দুজ গো ব্যাক’ লেখা হয়েছিল। তবে, চিনো হিলস পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
Leave a Reply