শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামাল মিয়া শোভন (THO) এর দুর্নীতির কিছু তথ্য জাতীয় সাপ্তাহিক অপরাধ জগত পত্রিকা ও অনলাইন নিউজ র্পোটাল ভয়েস অব বরিশাল.প্রকাশিত হলে ডাঃ জামাল মিয়া কর্তৃক প্রেরিত জনাব হারুন অর রশিদ এর বিরুদ্ধে থানায় জিডি, অশালিন ও কুরুচীপূর্ন ভাষা ব্যবহারের প্রতিবাদে মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভা অনুস্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় অনুস্ঠিত সভার আলোচনায় মঃ উঃ প্রেস ক্লাবের সভাপতি ও বিশিস্ট সাংবাদিক জনাব মজিবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক এবং স্টার টিভির প্রতিনিধি জনাব শ্যামল মিত্রের পরিচালনার এ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি এবিএম ফজলুল হক (সাংবাদিক), মি: শামসুল হক (দেশ জনপদ), মোঃ হারুন অর রশিদ (অপরাধ জগত), বাবু পুলিন সিকদার পিন্টু (স্বাধীন সময়), মোঃ মাসুদ রানা (সন্ধ্যা বানী), সাইদুর রহমান (অনলাইন), মি: প্রিন্স অধিকারী (যোগাযোগ প্রতিদিন), মি: দীপক হালদার (বরিশালের কাগজ), বাবু বিপুল বিশ্বাস বিটুল (ক্রাইম ওয়াচ), জনাব শ্যামা শংকর রায় (সাংবাদিক),সালমান আহসান (সাংবাদিক), আবুল কালাম আজাদ (মুক্ত খবর) প্রমূখ।
আলোচনায় বামনা উঃ সাস্থ্য কম্প্লেক্সে দায়ীত্বরত অবস্থায় একওই দুর্নীতিতে অভিযুক্ত হয়ে মানব বন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অতপর স্বাস্তিমূলক বদলী নিয়ে যোগদানকৃত মঃ উঃ স্বাঃ ও পঃ পঃ কর্মকর্ত ডাঃ জামাল মিয়া শোভন এর দুর্নিতীর তথ্য জাতীয় সাপ্তাহিকে প্রকাশের পর ডাঃ জামাল মিয়া কর্তৃক থানায় জি.ডি, সাপ্তাহিক মঠবাড়িয়ার সংবাদ পত্রিকায় প্রতিবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যম Facbook এর AloAlo আইডিতে জনাব হারুন অর রশিদ এর বিরুদ্ধে অশালিন ও কুরুচীপূর্ন ভাষা ব্যবহারের প্রতিবাদে মঃ উঃ প্রেস ক্লাবের প্রতিবাদ সভায় তাকে অনতিবিলম্বে ক্ষমা চেয়ে ওই মঠবাড়িয়ার সংবাদ পত্রিকায় মতামত প্রকাশ সহ Facbook এর ওই AloAlo আইডিতে প্রাচারীত Statice এর Comment প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
Leave a Reply