রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
ইমতিয়াজুর রহমান।।ভোলায় বসন্ত পিঠা উৎসব, দৌড় প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন, সাতাঁর প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বেলুন উড়িঁয়ে শুভ উদ্বোধন হয়েছে ‘‘মেয়র মেজবান”” অনুুুষ্ঠান।আজ শনিবার (৯মার্চ) সকালে ভোলা পৌরসভার আয়োজনে সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ‘‘মেয়র মেজবান’’ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
পৌর মেয়র মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোশারেরফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দোস্ত মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, অধ্যক্ষ সাফিয়া খাতুন প্রমূখ। এতে আরো উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলরবৃন্দ, যুবলীগ,ছাত্রলীগসহ জেলা আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এবং পৌরসভার সকল নাগরিকবৃন্দ।
উক্ত দিনব্যাপী ‘‘মেয়র মেজবান’’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বসন্ত পিঠা উৎসব স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শণ করেন। এছাড়াও বিকেলে রয়েছে ভারত ও বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, তালহা তালুকদার বাধঁন।
Leave a Reply