শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
মোঃ মাসুদ সরদার: মাদারীপুরের কালকিনিতে ভুয়া এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের মূলহোতা তপন বাড়ৈ-(২১) নামের এক প্রতারক যুবককে আটক করেছে মাদারীপুর র্যাব-৮। আজ রোববার বিকালে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। সে উপজেলার খলিশাডুবি গ্রামের নিকুঞ্জ বাড়ৈর ছেলে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ছাত্র।
পরে অভিযুক্ত তপন বাড়ৈকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়।জানাগেছে,অভিযুক্ত তপন বাড়ৈ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাকিব হোসেন নামে একটি ভূয়া আইডি খুলে ঐঝঈ ছটঊঝঞওঙঘ ২০১৯ এবং ঐঝঈ-২০১৯ (ঝঁমমবংঃরড়হ+ ছঁবংঃরড়হ) নামে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহকারী ভূয়া একটি গ্রুপ তৈরি করে। উক্ত ওই ভূয়া গ্রুপে এইচএসসি পরীক্ষার্থীদেরকে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে ইতিমধ্যে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে অভিযোগে জানাযায়।
পরে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত তপন বাড়ৈকে নিজবাড়ী থেকে আটক করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সীমকার্ড জব্দ করা হয়।
Leave a Reply