বৈশ্বিক মহামারীতে পুলিশের মানবিক অবদানে জনগণ গর্বিত :বিএমপি কমিশনার Latest Update News of Bangladesh

বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




বৈশ্বিক মহামারীতে পুলিশের মানবিক অবদানে জনগণ গর্বিত :বিএমপি কমিশনার

বৈশ্বিক মহামারীতে পুলিশের মানবিক অবদানে জনগণ গর্বিত :বিএমপি কমিশনার

বৈশ্বিক মহামারীতে পুলিশের মানবিক অবদানে জনগণ গর্বিত :বিএমপি কমিশনার




এম. কে. রানা॥ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় বাংলাদেশ পুলিশ যে মানবিক অবদান রেখে চলছে তার জন্য বাংলাদেশ পুলিশ তথা এদেশের আপামর জনগণ গর্ববোধ করেন। আজ বুধবার সকাল ১০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স এর ড্রিল সেডে করোনা বিজয়ী ৫২ পুলিশ সদস্যকে কাজে যোগদানের পূর্বে সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম(বার)।পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই করোনা যুদ্ধে বিজয়ী অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাসেলসহ সকল করোনা বিজয়ী পুলিশ সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সকলের হাতে উপহার হিসেবে সুরা সামগ্রী তুলে দেন বিএমপি কমিশনার।

 

 

এ সময় করোনা যুদ্ধে শাহাদাত বরণকারী প্রত্যেক শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ পুলিশের অসামান্য অবদানের জন্য আমরা যেমনি গর্ববোধ করি, তেমনি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় বাংলাদেশ পুলিশ যে মানবিক অবদান রেখে চলছে তার জন্য বাংলাদেশ পুলিশ তথা এদেশের আপামর জনগণ গর্ববোধ করেন।

 

 

তিনি বলেন, মুজিববর্ষে বাংলাদেশ পুলিশের যে অঙ্গীকার ছিল, করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় আমাদের সেই জনতার পুলিশ হয়ে ওঠা অনেকাংশেই সম্ভব হয়ে উঠেছে। আমাদেরকে এ ধারা অব্যাহত রেখে নিজের কাছে, নিজের পরিবারের কাছে, নিজের দেশবাসীর কাছে, বিশ্বের কাছে বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। পারিবারিক বিপর্যয় ঘটতে পারে জেনেও আমরা বাংলাদেশ পুলিশের সদস্যরা যেভাবে পেশাদারিত্বের বাহিরে গিয়েও মানবিক পুলিশিং বাস্তবায়ন করতে গিয়ে প্রতিটি সদস্য নিজেদেরকে অকাতরে দেশ সেবায় বিলিয়ে দিয়েছি, এই ধারা অব্যাহত রাখতে হবে। এখান থেকে আর ফিরে আসা যাবেনা।

 

 

করোনাকালীন সময়ে যে অভিজ্ঞতা হয়েছে, সেটা সবার সাথে শেয়ার করার করোনা যুদ্ধে বিজয়ীদের আহবান জানান বিএমপি কমিশনার। তিনি বলেন, করোনা যুদ্ধে যারা বিজয়ী হয়েছে, যাদের দেহে এন্টিবডি তৈরি হয়েছে। তারা তাদের রক্তের প্লাজমা দিয়ে অন্যকে বাঁচানোর জন্য সর্বদা মানব সেবায় এগিয়ে আসবে। এছাড়াও তিনি সবাইকে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ও আইইডিসিআর কর্তৃক ঘোষিত যে স্বাস্থ্য বিধিমালা বা গাইডলাইন সেগুলো মেনে চলার জন্য পুনরায় সবাইকে সতর্ক করেন এবং যারা আক্রান্ত হয়েছে তাদের পুনরায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

 

 

সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন করোনা বিজয়ী অতিরিক্ত পুলিশ কমিশনার, প্রলয় চিসিম। তিনি তার অভিজ্ঞতা কথা সবার সাথে শেয়ার করে সবাইকে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন।সংবর্ধনা অনুষ্ঠানে করোনা জয়ী পুলিশ সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পুলিশ কমিশনারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আবেগাপ্লুত হয়ে বলেন, তারা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রাথমিক পর্যায়ে মানসিকভাবে নিজের পরিবারের কথা চিন্তা করে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়লেও পুলিশ কমিশনারের ডায়নামিক নেতৃত্বে, পিতৃসুলভ ভালোবাসা, সঠিক দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে আল্লাহর অশেষ রহমতে তারা সফলতার সহিত করোনা যুদ্ধে জয়ী হতে পেরেছেন।

 

 

তারা বলেন, আক্রান্ত হওয়ার সাথে সাথেই পুলিশ কমিশনার সহ অন্যান্য সিনিয়র স্যারগণ তাদেরকে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ তাদের সার্বণিক খোঁজ-খবর নিয়েছেন। তাদের কাছে চিকিৎসা সামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছেন। তারা যেন মানসিকভাবে ভেঙে না পড়েন সেজন্য তাদের মনোবল চাঙ্গা রাখতে আক্রান্ত সদস্য ও তার পরিবারের সদস্যদের প্রত্যেককে কাউন্সিলিং করেছেন। এক কথায় একজন পিতা তার সন্তানকে সকল ধরনের আপদ-বিপদ থেকে যেভাবে আগলে রাখেন, ঠিক সেইভাবে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগ থেকেই পুলিশ কমিশনার আমাদের সকল সদস্যদেরকে আগলে রেখেছেন বলেন তারা।

 

 

উল্লেখ্য যে, বরিশাল মেট্রোপলিটন পুলিশে এখন পর্যন্ত সর্বমোট ২১৫ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সর্বমোট সুস্থ হয়েছেন ৮৫ জন। যার ভিতরে ইতিপূর্বে ৩৪ জন সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছিল এবং আজ ৫২ জন সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর (বিএমপি) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার (দণি) মোঃ মোক্তার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফোর্স মোহাম্মদ আব্বাস উদ্দিন, সহকারি পুলিশ কমিশনার কোতোয়ালী মডেল থানা রাসেল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার এন্ড স্টাফ অফিসার (কাউনিয়া জোন) মোঃ আঃ হালিম, সহকারি পুলিশ কমিশনার ফোর্স এন্ড ট্রাফিক মোঃ মাসুদ রানা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD