শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
বিশিষ্ট ভারতীয় সাংবাদিক ও লেখক কুলদীপ নায়ার মারা গেছেন। ৯৫ বছর বয়সে বৃহস্পতিবার সকালে দিল্লির একটি হাসপাতালে তিনি মারা যান।
১৯২৩ সালে পাঞ্জাবের শিয়ালকোটে জন্ম নিয়েছিলেন কুলদীপ নায়ার। তার পিতার নাম গুরুবাক সিং এবং মাতার নাম পূরাণ দেবী। তার বাবা ছিলেন নামকরা চিকিত্সক। স্থানীয় হিন্দু-মুসলিম ও শিখদের কাছে বেশ প্রিয় ছিলেন তিনি। আইন বিষয়ে পড়াশোনা করেও সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে নিজেকে শুধু সাংবাদিক হিসেবে না, সাহিত্য ও কলাম লেখার কাজেও সুনাম অর্জন করেন।
সাহিত্য আর সাংবাদিকতার বাইরে তিনি কূটনীতিক হিসেবেও কাজ করেছেন। ভারতের রাজ্যসভারও সদস্য ছিলেন কুলদীপ নায়ার। ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে মৈত্রী ও ঐক্যের জন্য তিনি কাজ করে গেছেন। উগ্র-জাতীয়তাবাদকে অপছন্দ করা এই মহান ব্যক্তিত্ব ভারতের সঙ্গে বাংলাদেশ ও বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সুসর্ম্পকের বিষয়ে সচেতন ছিলেন।
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ইস্যুতেও তিনি বিভিন্ন সময় মত প্রকাশ করেছেন।
কুলদীপ নায়ারের আত্মজীবনী ‘বিয়ন্ড দ্য লাইনস’ বেশ আলোচিত হয়েছে উপমহাদেশে রাজনৈতিক উত্থান-পতন বিষয়ের নানা ঐতিহাসিক ঘটনা উল্লেখের কারণে। বাংলা ভাষায় তার জীবনী ২০১২ সালে ঢাকা থেকে প্রকাশিত হয়েছে। ‘বিটুইন দ্য লাইন’ নামে তার কলাম বিশ্বের বিভিন্ন দেশে প্রকাশিত হয়েছে ১৭টি ভাষায় প্রায় একশত পত্রিকায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও দিল্লীর মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।
Leave a Reply