রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশালে বিভিন্ন কোম্পানির মোড়ক ব্যবহার করে নলক চিপস তৈরীর কারখানা মোবাইল কোর্টের মাধ্যমে সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন। একই সাথে নকল চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিককে এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২১ মে) বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার এম হোসেন গলিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসনের এনডিসি খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই দন্ডাদেশ দিয়েছেন। এসময় প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক সাইফুল।
দন্ডপ্রাপ্ত অসাধু ব্যবসায়ীর নাম মো. লিটন হাওলাদার। তিনি পলাশপুর এম হোসেন গলির বাসিন্দা মেনতাজ উদ্দিন হাওলাদারের ছেলে। আদালতের নির্দেশে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
তথ্যের সত্যতা নিশ্চিত করে মোবাইল কোর্টে’র প্রসিকিউশন অফিসার ও সিটি কর্পোরেশনের স্যানেটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক জানান, চিপস তৈরীর অবৈধ ওই কারাখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা চিপস প্রান, হরলিক্স ও অলটাইম সহ ৮টি কোম্পানির মোড়কে ভরে বিক্রি করে আসছিলো।
বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নগরীর পলাশপুরে চিপস তৈরীর অবৈধ ওই কারখানায় জেলা প্রশাসনের এনডিসি খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগের সত্যতা পাওয়ায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৭ ধারা অনুযায়ী অবৈধ কারখানার মালিক লিটন হাওলাদারকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং সেই সাথে অবৈধ ওই কারাখানাটি সকল মালামাল সহ সিলগালা করে দেয়া হয়েছে।
Leave a Reply