সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ মো. খবির উদ্দিন মোল্লা বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ- সভাপতি। ১৯৮০ দশকে যখন আওয়ামী লীগের কোন নেতা বা সমর্থককে উপজেলার কোথায়ও বসতে দিতো না, তৃণমূলের কোন নেতার বাড়িতে বসতে হতো কোন কর্মসূচি পালন করতে।
তখন খবির উদ্দন মোল্লা বর্তমান পৌরসভার ২নং ওয়ার্ডের ব্রিজ সংলগ্ন বিশাল দ্বিতল আড়ৎটি আওয়ামী লীগের কর্মসূচি পালন করতে উপহার দেন তিনি। সেই থেকে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সকল কর্মসূচি ওই স্থানে বসেই পালন করা হতো।
তবে আড়ৎটি আওয়ামী লীগকে দিয়ে ঐতিহ্যবাহী এই মোল্লা পরিবারকে অনেক বেশি খেসারত দিতে হয়েছে। মিথ্যে হত্যা মামলা সহ অগনিত রাজনৈতিক মামলার আসামী হন খবির উদ্দিন মোল্লা সহ তার পরিবারের অনেক সদস্যরা। যার ধারাবাহিকতা দলটি ক্ষমতায় আসার পরেও ঘটেছে।
বর্তমানে খবির উদ্দন মোল্লার সন্তান মো. আক্তার হোসেন মোল্লা বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, জাকির হোসেন মোল্লা রয়েছেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক পদে, জামাল হোসেন মোল্লা রয়েছেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আর ছোট সন্তান সুমন হোসেন মোল্লা রয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে। এই পরিবারের আরেক সন্তান কামাল হোসেন মোল্লার ওপরে চলে বিবিশিকাময় অত্যাচার আর নির্যাতন। আওয়ামী লীগ বিরোধে দলে থাকার সময় কামাল যখন দলের পক্ষে জোরালো ভূমিকা রাখতে রাজপথে নামতেন তখনি তাকে থামাতে তৎকালীন প্রশাসন ও সরকার দলীয় ক্যাডারদের রোষানলে পড়তে হতো।
খবির উদ্দন মোল্লার একমাত্র বোন মোসাম্মদ হামিদা বানু পৌরসভার ৪,৫ ও ৬ ওয়ার্ডের বার বার নির্বাচিত সংরক্ষিত নারী কাউন্সির। পৌর শহরের বাসস্যান্টান্ডে এই একমাত্র পরিবারই আওয়ামী লীগের দুর্বিসহ সময়ে দলটির পতাকা সমুন্নত রাখতে এক প্রকার বিএনপি জামায়াতের সাথে যুদ্ধ করেছে। হামিদা বানুর স্বামী ছিলেন দেশ মাতৃকার শ্রেষ্ঠ সন্তান একজন বীর মুক্তিযোদ্ধা।
খবির উদ্দিন মোল্লার ছেলে আক্তার হোসেন মোল্লা ও জাকির হোসেন মোল্লা সহ পরিবারের সবাই আওয়ামী লীগের জন্য একেকজন দক্ষ সংগঠন। পিতার পদাক্ষ অনুসরণ করে স্বাধীনতার পতাকা সমুন্নত রাথতে তারা কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থ ভাবে। এখনও পিতার সেই আওয়ামী লীগকে কর্মসূচি সফল করতে উপহার দেয়া আড়ৎটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দখিনের অভিভাবক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ছবি সাটিয়ে দলের জন্য উন্মুক্ত করে রেখেছেন তারা।
এই পরিবারটির দাবী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং সলিয়াবাকপুর ইউনিয়ন থেকে মো. আক্তার হোসেন মোল্লাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার। তাকে মনোনয়ন দেয়া হলে এ ইউনিয়নের আওয়ামী লীগের রাজনীতি আরও গতি পাবে বলে সচেতন মহল মনে করেন। এছাড়াও উন্নয়নের দিক দিয়ে ছন্নছাড়া দশার লাঘব হবে বলেও তাদের মতামত।
Leave a Reply