বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি ॥ বরিশালের চিহ্নিত মাদক সম্রাট হারুন ওরফে ফেন্সি হারুনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১৯নং ওয়ার্ডের নতুনবাজারস্থ হারুনের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৮ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির প্রায় তিন লাখ টাকা এবং ১৫ হাজার ভারতীয় রূপিসহ ৪টি মোবাইল জব্দ করা হয়। মঙ্গলবার সকালে র্যাব-৮ সদর দপ্তর কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, নগরীর কোতয়ালী থানাধীন নতুন বাজার ১৯ নং ওয়ার্ডে ডায়মন্ড গলির হারুন অর রশিদ এর বসত বাড়ীর মধ্যে মাদক জাতীয় দ্রব্য ও ভারতীয় রুপি রক্ষিত আছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালিয়ে একজনকে আটক করে। আটককৃত হলেন নতুন বাজার এলাকার মৃত শফি উদ্দিন মিয়ার ছেলে মোঃ হারুন অর রশিদ (৬২)। এ সময় তার কাছ থেকে ২৮ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ ২ লাখ ৮৫ হাজার ৯শ’ ৫৫টাকা ও ৪টি মোবাইল ফোন এবং ভারতীয় ১৫ হাজার রুপি উদ্ধার করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে র্যাব-৮ সিপিএসসি’র ডিএডি মোঃ আল-মামুন শিকদার বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। উল্লেখ্য ইতিপূর্বে হারুন ওরফে ফেন্সি হারুন একাধিকবার মাদকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে গ্রেফতার হয়েছিলেন।
Leave a Reply