রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দ্রুত সময়ের ভিতরে সাংবাদিক এমআর শুভর উপর হালাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। বৃহস্পতিবার দুপুরে বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের নেতৃবৃন্দকে এ আশ্বাস দেন তিনি।
এর আগে সাংবাদিক শুভর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে ওসি আনোয়ার হোসেনের সাথে সাক্ষাত করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি খান রুবেল এবং বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, প্রচার সম্পাদক মজিবর রহমান নাহিদ, অনলাইন প্রেসক্লাবের প্রচার সম্পাদক মুরাদ হোসেন, সদস্য অপূর্ব বাড়ৈ, তানজিমুল রিসাদ, বিশ্বজিৎ কুমার রায়।
বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার জানান, সাংবাদিক শুভর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেনের সাথে সাক্ষাত করা হয়। এসময় ওসি আস্বস্ত করে বলেন, বিষয়টি তাঁরা গুরুত্বসহকারে দেখছেন এবং দ্রুত সময়ের ভিতরে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।
Leave a Reply