বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুরে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে আবুল কাসেম হাওলাদার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী এ সাজা দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী জানান, উপজেলার দক্ষিণ মাদার্শী গ্রামের মো. আবুল কাসেম হাওলাদার (৬০) গত ৪২ বছর পর্যন্ত ডিসিআর না কেটে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে ভোগ দখল করে আসছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে বার বার ডিসিআর কাটার জন্য তাদের তাগিদ দেওয়া হলেও না কেটে বুধবার দুপুর ১২টায় তার অফিস কক্ষে ঢুকে লিজ না নিয়ে অবৈধভাবে ভোগ দখল অব্যাহত রাখার জন্য তাকে ৫ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা চালায়।
এ সময় তাকে আটক করে এ অপরাধে মোবাইল কোর্টে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশে সোপর্দ করা হয়।
Leave a Reply