রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে বাথরুমে আটকে রেখে এক কন্যা শিশুর উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার ওই শিশুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার জেলার বাকেরগঞ্জের নীলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতিতা শিশু জুই আক্তার (৯) ওই এলাকার বশির হাওলাদারের মেয়ে। মাত্র আড়াই হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন চুরির অভিযোগে প্রতিবেশী প্রভাবশালী কবির চৌকিদারের ছেলে সাইল ও তার সহযোগীরা ওই শিশুটির উপর অমানুষিক নির্যাতন করে বলে অভিযোগ করা হয়েছে।
নির্যাতিতা শিশুর মা জানান, শিশু জুই গত বৃহস্পতিবার বিকেলে তার মামার বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় একটি মোবাইল ফোন চুরির অভিযোগে সাইল ও তার সহযোগীরা জুইকে তুলে নিয়ে একটি বাথরুমের ভেতরে আটকে রাখে এবং হাত-পা বেঁধে তাকে নির্মমভাবে পেটায় তারা। একপর্যায়ে তার মুখমণ্ডলে গামছা বেঁধে নাকে-মুখে পানি ঢেলে জোরপূর্বক মোবাইল ফোন চুরির স্বীকারোক্তি আদায় করা হয়।
এরপর শিশুটিকে পরিবারের লোকজন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরদিন সন্ধ্যায় শুক্রবার সন্ধ্যায় তাকে সেখান থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের শাস্তি দাবি করেন নির্যাতিতা শিশু ও তার স্বজনরা। এদিকে শিশু জুইকে নির্যাতনের ঘটনায় তার বাবা বশির হাওলাদার বাদী হয়ে গত শুক্রবার অভিযুক্ত সাইল সহ ৫ জনকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে। বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply