বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
থানা প্রতিনিধি।। বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বিশারদ গ্রামের দক্ষিণ জুহুরা খাতুন দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় ব্লেড দিয়ে নিজেই নিজের গলা কেটেছে ফেরদৌস নামের এক যুবক।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটলেও দুই ঘন্টা পর পুলিশ ফেরদৌসকে উদ্ধার করে। ফেরদৌস ওই গ্রামের হানিফ খানের ছেলে এবং গত বছর সিংহেরকাঠী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে।
ফেরদৌসের প্রতিবেশী মো. রেজভী বলেন, ফেরদৌস ব্লেড দিয়ে নিজের গলায় আঘাত করে সড়কে পড়ে থাকে। আশেপাশের লোকজন বিষয়টি দেখতে পেলে বন্দর থানায় খবর দেয়। পুলিশ এসে ফেরদৌসকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করে।
তিনি জানান, ফেরদৌসের মধ্যে কিছুটা মানসিক সমস্যা রয়েছে। এ কারনে এসএসসি পাশের পর সে আর কলেজে ভর্তি হয়নি। দেড় বছর পূর্বে একইভাবে ব্লেড দিয়ে নিজের শরীরে আঘাত করে। ওই সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসা দিলে সুস্থ হয়।
বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, খবর পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়ে ফেরদৌসকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করে। তার অবস্থা ভালো। ফেরদৌসের মা তার বাবাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছে। আর বাবা ঢাকায় চাকরি করেন। ফেরদৌস এখানে দাদার বাড়িতে থাকে।
তিনি জানান, মানসিক সমস্যা থেকেই সে এ ঘটনা ঘটিয়েছে। ইতিপূর্বে আরও তিনবারএকই কাজ করে।
Leave a Reply