বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
আগৈলঝাড়া,থানা প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমান আদালতে দুই জুয়ারীকে দন্ড প্রদান করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে জুয়া খেলার গোপন সংবাদের ভিত্তিতে এসআই জসিম উদ্দিন অভিযান চালিয়ে পশ্চিম মোল্লাপাড়া গ্রামের অন্নদা বিশ্বাসের ছেলে অনুরুপ বিশ্বাস (২৫) ও একই গ্রামের দশরথ হালদারের ছেলে রিপন হালদার (২৬)কে গ্রেফতার করে।
এসময় অন্য জুয়ারিরা ফাকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। রাবিবার রাতে আটক দুই জনকে পুলিশ ভ্রাম্যমান আদালতে করলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন ইসলাসম চৌধুরীর আদালতে হাজির করা হলে প্রত্যেক জুয়ারিকে কে ১শ টাকা করে মোট দুই জনকে ২শ টাকা জরিমানার রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা অর্থদন্ড দিয়ে ওই রাতেই মুক্তি পায়।
Leave a Reply