সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক।। বরিশালে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের পলেস্তারা খসে পড়ে ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।
আহতরা হলেন- বিদ্যালয়ের নেপচুন শাখার ৮ম শ্রেণির শিক্ষার্থী সিয়াম, মোরসালিন, অর্ক ও তূর্য। যদিও পলেস্তারা খসে কোনো শিক্ষার্থী আহত হয়নি বলে দাবি স্কুলটির সহকারী প্রধান শিক্ষক ব্রাদার প্রভাতের।
আহত শিক্ষার্থীরা জানান, সোমবার স্কুলে টিফিনের আগে ভবনের দ্বিতীয় তলায় ড্রইং ক্লাস নিচ্ছিলেন শিক্ষক সুজন। হঠাৎ করেই ক্লাস রুমের পলেস্তারা খসে শিক্ষার্থীদের গায়ে পড়ে।
এতে চারজন শিক্ষার্থী আহত হয়। তবে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ব্রাদার প্রভাত বলেন, সকালে ৮ম শ্রেণির কক্ষে পলেস্তারা খসে পড়েছে এটা সঠিক। তবে এই ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি। ঘটনার পরপরই আমরা শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিয়েছি।
Leave a Reply