সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:দীর্ঘ দিন পলাতক থাকা একাধিক মাদক মামলার আসামী মানিক মাঝি (৪৭)কে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়।মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর কালীবাড়ি রোড থেকে তাকে গ্রেফতার করে । র্যাব-৮ এর একটি ইমেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
মানিক মাঝি গৌরনদী উপজেলার কটকস্থ ইউনিয়নের ইঙ্গল মাঝির ছেলে।
র্যাবের তথ্য মতে জানা যায়, তালিকাভূক্ত মাদক বিক্রেতাদের মধ্যে অন্যতম মানিক মাঝি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে ইয়াবা ও ফেন্সিডিরের ব্যবসা করে আসছে। এছাড়া সে বিভিন্ন জায়গায় খুচরা ও পাইকারীভাবে ব্যবসা করে আসছে।
এ বিষয়ে তার বিরুদ্ধে বরিশাল জেলার গৌরনদী থানার একাধিক মাদক মামলা রয়েছে। গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে যে, সে একাধিক মাদক মামলার পলাতক আসামী। মানিক মাঝি আরো জানায়, গৌরনদী মাহিলারার ভাড়া বাসায় তার কাছে আরো ইয়াবা ও ফেন্সিডিল রয়েছে।
পরবর্তীতে রাত ১ টার দিকে তার ভাড়া বাসায় তল্লাসী চালিয়ে ৩৫৫ পিস ইয়াবা ও ১ শতাধিক ফেন্সিডিলসহ নগত ১ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করে।
পরে তার বিরুদ্ধে বরিশাল জেলার গৌরনদী থানায় একটি মাদক মামলা দায়ের করে র্যাব।
Leave a Reply