মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য মিজানুর রহমানের কাছে দাবি করা চাঁদার টাকা না পেয়ে তাকে পিটিয়ে মারাত্মক জখমকারী পলাশ চৌধুরী ও রাজিবকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় বৃষ্টি উপেক্ষা করে নগরের প্রাণকেন্দ্র সদররোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. জলিলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা, দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত, মো. বাচ্চু দুরানী, আ. রহিম হাওলাদার ও আ. মালেক হাওলাদার প্রমুখ।
এসময় বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা একাত্মতা প্রকাশ করে সমাবেশে নেন। বক্তারা বলেন, ‘প্রশাসন যদি দ্রুত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার না করে তাহলে শ্রমিকরা বরিশালে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
Leave a Reply